কবিতাঃ আমাদের দেখা হবেই – জয়ন্ত বাগচী

আমাদের দেখা হবেই 

জয়ন্ত বাগচী ।

দেখা তো হবেই- – – –

তুমি বলেছিলে সেই একদিন

প্রযুক্তির বোতাম টিপে ।

অতিমারী করোনা দাপট

একদিন নিশ্চিত নিভে যাবে

শ্রমিক ফিরে যাবে  কারখানায়

মজুর ফিরে পাবে  শ্রমের মর্যাদা

হয়তো সেদিন পাশে থাকবে না

আমার পরিচিত প্রিয়জনেরা !


এমন কত না প্রতিশ্রুতি ভেসে গিয়েছে

বিধ্বংসী ভাইরাসের জোয়ারে

স্নেহের পরশ দেওয়া সেই জন

আজ জমে আছে স্মৃতির এলবামে ।


তোমাকে দেখবো বলে


বুনে গিয়েছি অপেক্ষার রাত

সাঁতরে গিয়েছি করোনা সাগর

এ সত্য বুকে ভরে নিয়েছি সেদিন

আমাদের দেখা হবেই ।

2 thoughts on “কবিতাঃ আমাদের দেখা হবেই – জয়ন্ত বাগচী

  1. সুন্দর কবিতাটি টি লিখেছেন জয়ন্ত বাগচী। ভাল লাগল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *