শেষ বিষাদ
রূপক সান্যাল
চশমা থেকে চোখ খুললে তুমি
আমি জল থেকে তুলে নিচ্ছি নদী
আগুন এবার ছাড়বে তাপের ভূমি
জ্যোৎস্না থেকে চাঁদ খুলে নাও যদি
ঠিকানা থেকে খুলতে পার আমায়
সবুজ ছেড়ে বন গিয়েছে কবেই
উচ্চতাকে পাহাড় যদি ছাড়ে
শৃঙ্গগুলোর চরম দশা হবেই
এই তো সেদিন মানুষ ছাড়লো প্রাণ
প্রেমের থেকে জীবন নিলো খুলে
দৃশ্য ছেড়ে জানলা ফেরায় মুখ
নীলের থেকে আকাশ পড়ছে ঝুলে