কবিতাঃ বিবাদ পরবর্তী – অমিতাভ স্বর্ণকার

শেষ বিবাদ; বিকেলের গলি পেরোতে পেরোতে
সন্ধ‍্যে নামলো বড় রাস্তার ট‍্রাফিক সিগন্যালে
ফিরতে ফিরতে ফেরার হলো পরাশ্রয়ী বেশ কিছু
ভুলত্রুটি ওল্টাই পাল্টাই, ভাঁজ পড়ে কপালে

তারপর কত গ্রীন সিগন্যাল পার করেছি, স্বাভাবিক
কত চড়াই উৎরাই, পাহাড় সমুদ্র জঙ্গল, না বিশুদ্ধতা পাইনি!
ব‍্যবচ্ছেদ না বিচ্ছেদ? দীর্ঘ ট‍্রাফিক জ‍্যামে অমীমাংসিত
বাঁক নিয়েছি সতর্কে, ওয়ান-ওয়ে, না ইউ-টার্নে যাইনি!

পরিচিতি কমিশন খায় অকপট, সম্ভাব‍্য যাচাই
বদলের নামে কেটে জুড়ে কোলাজ বোধ হয়নি নত,
দু’জোড়া চোখ বিষণ্নতা গোপন করে হয়ে ওঠেছে বন্ধু।
পরিবর্তন চাওয়া মিছিলে হাঁটিনি, শুধু ভুল পরিনত!

8 thoughts on “কবিতাঃ বিবাদ পরবর্তী – অমিতাভ স্বর্ণকার

  1. শব্দের ব্যবহার যথাযথ। অন্তর্নিহিত অর্থ গভীরতা বহন করছে। খুব ভালো লাগলো।

  2. খুব সহজ ভাষায় গভীর অর্থ রয়েছে। লেখা অনেক পরিণত এইভাবেই কলম চলতে থাকুক কবি।

    1. অশেষ আন্তরিক কৃতজ্ঞতা বন্ধু 🙏🙏❤❤

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *