আবীর
সর্ণালী মন্ডল
এর পরেও জানতে চাই
কাকে বলে উদাসীনতা ?
যদি অন্য কোনও ঠিকানায়
ছেঁড়া পাণ্ডুলিপি হয়ে
ঝরে পড়বে শীতের শেষ বেলায় !
বসন্তের আমন্ত্রণে ভেসে যাবে
আবিরে আবিরে ,
ছেঁড়া মেঘ পালকের কথা।
এ কী তবে উদাসীনতা !
ফাগুনের সোনা ঝুরির উপত্যকায়
বুনি জরির সাজ-সজ্জা।
অবুঝ হয়ে বলবো –
অপ্রয়োজনীয় কিছু কথা।
আঙ্গুল চুঁইয়ে গড়িয়ে পড়ে বর্ণহীন ফুলের নির্যাস,
এত কিছু জেনেও বলতে হবে
কাকে বলে উদাসীনতা ?
দূরে থেকে এসেছি ঘন বন্ধনে , সকাল সন্ধ্যে প্রতি কাজে রন্ধ্র। কথা ভাষা মন্থনে নিবিড় বন্ধনে ।
জানি হবেনা কোনদিনই বন্ধনে ,
প্রতিক্ষণে স্বপনে কথনে
ভালো মন্দ বিরাজে।
ফুটবেনা কুঁড়ি কোনদিন ,
আসবেনা ওলি রুপ রঙে গুঞ্জন সুখ ছন্দে ,
পরাগ সৃজন নন্দনে ।
নিবিড় বন্ধনে ।