পাল তুলেছি
তড়িৎ চক্রবর্তী
পোড়া তেলের গন্ধ বুঝেছো কোনদিন।
প্রদীপ নেভার আগের গন্ধ-
পৃথিবীর সুখস্মৃতি বুকে নিয়ে
বিস্মৃত হতে চেয়েছিল সে!
তাই তো চায় ভিসুবিয়াসে উঠতে।
ভীষণ ঝড়ে সাহারার মধ্যবিন্দু
কিংবা প্রচন্ড তুফানে সাগর পাড়ি
দিগন্ত অশান্ত আকাশের চেয়ে ভারী!
শুকনো কাঠের চেয়েও শুষ্ক সে ভালোবাসা-
দূরত্ব ভেঙেছে অনন্ত প্রাচীন সামাজিকতা
পরষ্পরের মুখ ভুলেছে মানুষ,
বাতাস হয়েছে ওজোন বায়ু পূর্ন!
তাইতো বিশ্বাসের কাগজে কাটাকুটি।
আমি তুমিতে বিস্তর ভাগাভাগি-
অস্ত্র আজ সামনে সাজানো নয়
হাল ছেড়েছি পাল তুলেছি তাই।