শীতল পাখাটি
অমিত কাশ্যপ
ফ্রক উঠে যায়, চাঁদ যেমন উঠে যায় বৈষ্ণবঘাটায়
ফর্সা উরু, চাঁদ যেমন ফর্সা হয়ে আবাসনের মাথায়
একটা একটা আবাসন ঘিরে ফেলছে
চকচকে রাস্তা, চকচকে গাড়ি, যেন বন শহর
সকালে পুরু কুয়াশা, বেলায় নরম রোদের আভা
সুন্দর বন, সুন্দর শহরজীবন, আমাদের ট্যাংরা বস্তি
সকালের চোখ খুলে রাস্তার কলপাড়ে বালতির ঠ্যালাঠেলি
যেন লক্ষ্মীকান্তপুরের হুড়োহুড়ির রোজনামচা
শীত কেটে গিয়েও এখনো বকখালির ভিড়
নামখানা, সকাল আর সকাল নেই, মুড়িমাখা
লেবুলজেন্স, টুকিটাকি সংসার জিনিসের পাশে
শীতল পাখাটি, চৈত্র সেল আর কটা দিন
নববর্ষের কথা ভাবতে আবার খাব সন্দেশের গল্প