কবিতাঃ কল্পভাষি – তনুশ্রী দাস কুন্ডু

উষ্ণতা নেই হাওয়ায়।
শীতলতা ছুঁয়েছে থার্মোমিটারের পারদ।
আমার শহরও উষ্ণতা খোঁজে ,,,,
শুধু তোমার অপেক্ষায়।।

শীত ঋতু কিন্তু অতটাও রিক্ত নয়।
তোমার চোখের শীতলপাটি যতটা হিম,,,
যেমন মর্গের ফরমলিন।
রয়ে গেছে পাহাড়িয়া গান,
অসামাপ্ত কিছু স্বরলিপি ভেঙে
জানি তুমি আসবেনা নেমে
রোদ ভরা বারান্দায়।

আমি সাজিয়ে রেখেছি ,,,,
আমাদের শুকনো পাতার সংসার।
শুনেছো ওদের বুকে বসন্ত লিখেছে কেউ,
প্রতিরাতে।
ছেড়া বাবুই বাসার শোকের জল,,,
লিখেছে , লিখেছে ভালোবাসা।
সস্তার পিয়াজকলির মতো
বিকিয়ে গেছে শেষ কুড়ান্তির দলে।

তোমার সূর্য শহর রোদ্দুর ভরা ।
ভরা অন্তমিল।
আমি ডুবে থাকি জন্মশীতে
হইবারনেসানের ঘুম।
আমি সাজিয়ে নিয়েছি অলীক স্বপ্ন।
শব্দ কল্প দ্রুম।।

3 thoughts on “কবিতাঃ কল্পভাষি – তনুশ্রী দাস কুন্ডু

  1. অসাধারণ সৃষ্টি করেছিস। একটা জীবনের কতগুলো দিক ধরেছিস কবিতাটির মধ‍্যে।🙏🌼❤

Leave a Reply to Nairita Chakraborty Cancel reply

Your email address will not be published. Required fields are marked *