কবিতাঃ সুবর্ণজয়ন্তী – কাজল রায়

পাশাপাশি হাঁটি, এসো ধুলো ওড়াই
হাওয়ায় জড়িয়ে যায় আমাদের কথা
সে কোন জন্মে আমরা বন্ধু ছিলাম
ভুলে যাই এসো, ভুলে যাব !
আবার জন্মলাভ করি এসো,
গোলাপ ঠোঁটের কাছে নিয়ে আহ্লাদ করি
চাঁদ, মেঘ, সন্ধ্যাতারা ক্যানভাসে সাক্ষী থাক
গোধূলি হওয়ার বেলা পাখি ফেরে
আমাদের আজ কোনও তাড়া নেই
এসো করতলে কবিতা-জীবন রেখে বিমুগ্ধ হই
নিঝুম ঝিলের পাশে ভেসে আসে গান
আমাদের বন্ধুতার আজ সুবর্ণজয়ন্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *