কবিতা: রূপকথার গভীরে -তীর্থঙ্কর সুমিত

প্রতিদিন সকাল আসে
আবার মুছে যায় অন্ধকারে
নাম বিহীন কত কথা
                    প্রতিদিন বলি, সংঘাত হয়
আবার কখনো —
সুন্দরে সুন্দর হয়ে
                     জ্বলে ওঠে প্রদীপ।
এ এক অনন্ত যাত্রা

                কান্না – হাসি, হাসি – কান্না

মিশে যায় রূপকথার গভীরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *