শাসক
শম্পা গুপ্ত
বিশতলা ফ্ল্যাটের নীচে
দাবি নিয়ে ঘুর ঘুর করি যখন
ঠিক তুমি চিনতে পারো
খুঁজে পাইনা কোনটা তোমার জানলা
ঘাড় উঁচু করে দেখি
চোখ ব্যথা হয়
নামিয়ে নিই মুখ
চিবুক ঝুলে যায়
তুমি হাসো আর বলো
আমাকে ঠিক পিঁপড়ের মত লাগে
বুকে হেঁটে হামাগুড়ি দিয়ে পৌঁছে দেখি
ঠিক উঁচু চেয়ারটায় বসে আছ
হাসি সামলে টোকা দাও টেবিলে
যেন এক্ষুনি টিপে মারবে আমায়
গন্ধ আসে তোমার গায়ের
বিশতলার গন্ধ
আমার পায়ে আঁটা চোখগুলো
খুঁজে বেড়ায় পথ
যদি এক চিলতে আলো দেখা যায়