ছবির ভিতর একটি প্রশ্ন
গৌরীশঙ্কর দে
একটি সাদাকালো ফ্রেমে আটকে থাকা স্মৃতির কণা,
শালুকের পাঁপড়ির মত সময়ের থেমে থাকা স্পন্দন।
কোনো এক মুহূর্তে দাঁড়িয়ে থাকা এক টুকরো আলো,
একটি মুখ — তারুণ্যের আভায় উজ্জ্বল অথচ নীরব।
ছবির দিকে তাকাই; যেন আমি আর আমি নেই।
ছবির ভিতর থেকে ছবি বলে,
“তোমার প্রথম স্বপ্নের কথা কি ভুলে গেছো?”
আমার নীরবতার মাঝে ঝরে পড়ে অব্যক্ত অতীত।
ছবির ঠোঁট কেঁপে ওঠে, কিছু বলার চেষ্টায়,
“আমাদের গল্প কি শেষ হয়ে গেল?
তোমার হাতে কি এখনও স্বপ্ন বোনা যায়?”
আমি ছবির দিকে তাকাই, একবার মেঘলা আকাশে।
ছবির ভিতর থেকে ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ে সময়,
আমি হাত বাড়াই, ধুলো মুছতে চাই স্মৃতির ক্যানভাসে।
ছবির যুবক একবার হাসে, তারপর মিলিয়ে যায়,
রেখে যায় হৃদয়ের ভিতরে এক নীরব প্রশ্ন।
সময় থেমে থাকে, অথচ ক্ষয়ে যায়,
আমাদের অস্তিত্ব কি কেবলই স্রোতে ভেসে যাওয়া?
সাদা-কালোর মাঝখানে চিরকালীন এক শূন্যতা,
তবু কি স্বপ্নেরা রঙের জন্ম দিতে পারে?
**********
অসাধারণ কবিতা
অপূর্ব দৃষ্টিকোণ! অসাধারণ কবিতা 🙏🙏❤❤