অ প্র চ লি ত
অঙ্কন মাইতি
উদাসীনতায় ভেঙে গেলে
উপেক্ষায় ফিরে যাওয়া ভীষণ কঠিন
অপেক্ষার যন্ত্রণা থেকে মুক্ত হয় ডানাদুটি
আকাশের শূন্যতায় সেই কান্না
বৃষ্টির ধারা হয়ে নামেনা কখনোই এ মাটির বুকে
ক্ষমা ও ক্ষমতা পাশাপাশি
হেঁটে গেলে, রাস্তাও দূর দুইপ্রান্তিক
হেরে ও হারিয়ে যেতে পারিনি কোনদিন
অন্ধকারে আনমনা ছায়া হলে
ক্যানভাসে সাদা রঙ অন্বেষণে জড়িয়েছে ক্ষত
মায়া ও মুগ্ধতা নিশ্চিহ্নে মোছা
আয়োজন অনিশ্চিত অক্ষর সন্ধানে
বিরহ ও বিচ্ছেদ, ফুল আর ফুলকির মতো
গন্ধ ও গল্প পাশাপাশি রেখে
দুহাত খুঁজে ফেরে দুঃসাহস, প্রশ্রয়ের পরাগরেণু