আরও একটা সংলাপ
অসীম বিশ্বাস
ভালোবাসার অন্তিম মুহূর্তে
শীৎকারের তরঙ্গ গুলো
আছড়ে পড়তো বুকের মাঝে…
মধ্যযামে!
ব্রাহ্ম মুহূর্তে
পাঁজরের গরাদ গলে ওরাই
পেরিকার্ডিয়াম বেষ্টনী ভিজিয়ে
সযত্নে চুঁইয়ে পড়তো
হৃদয়ের অলিন্দে…!
বাদ সাধল সেই বাই-পাস সার্জারীর দুপুর’টা
ডাক্তারবাবু বুকের খাঁচা হাট করে খুলেই
বিজ্ঞের মত বললেন-
শুকিয়ে যাওয়া ফুলের মধু দিয়ে
হৃদয়টাকে বৃথা সাজিয়ে রেখে
তৃপ্তিঘুমে ডুবে থাকার
কি প্রয়োজন…?!
আমার অবচেতন মন হেসে বললো
ওটাই তো আমার কার্ডিওপালমোনারি বাইপাস!
ডাক্তারবাবু না বুঝেই
অতি দ্রুততার সাথে
প্রাণহীন ভালোবাসার
শুকিয়ে যাওয়া মধুর প্রলেপ
সযত্নে সরিয়ে দিতেই , চমকে উঠলেন
বললেন – একি! আপনার হৃদয় তো বেপাত্তা
কিসের সার্জারি?!
আমি দিনের শেষ আলোকে
ঘুমিয়ে পড়ার প্রাক মুহূর্তে
মৃদু হেসে বললাম
ওটা’তো রয়ে গেছে কাঁটাপুকুরে…!