সন্ধিক্ষণ
শম্পা গুপ্ত
নোংরা মহাফেজখানার পাশ থেকে
পচা গোলাপ তুলে নিয়ে যায় যুবতী
তাতে কী সুবাস আছে এখনও
কবুল ও তালাক অতিক্রম করে
বুকের ফাঁকে রেখে দেয় গোলাপের সুগন্ধ
ঋতুবদলের সন্ধিক্ষণে নেই বিপর্যয়
নেই সদ্যজাত জন্মের আভাস
স্মৃতির আয়নায় জীবনের প্রতিচ্ছবি
জল হয়ে চোখের ভেতরে আটকে থাকে
সময়ের ক্যানভাসে বুক ফুঁড়ে অশুভ নিঃশ্বাস অন্য ছবি আঁকে
বৃত্ত অশেষ
বারবার ফেরে সন্ধিক্ষণ
তবু ঠিকানা মেলেনা