স্বপ্নের ফানুস
বিমান পাল
লাল নীল ঘোড়া
স্বপ্ন টা আগাগোড়া
কিম্ভুত-কিমাকার।
স্বপ্নের দরবারে
সত্য অভিসারে
জনান্তিকে শোনে
সওদাগরের দূত
আংটা বেঁধেছে
রাজ কৌপীনে
বানিজ্য বসতি ধর্মে
গড়েছে মুনাফা পাহাড়
ক্ষমতা কৌলিন্যে
বছর শেষের মানুষ
ওড়ায় আশার ফানুস
ঠকে যায় বারবার।
স্বপ্নের লাল নীল রঙ
ঘোড়ার সওয়ার সাজে সঙ
মিথ্যে আস্ফালনে শুধুই ভড়ং।