দুর্গ
তপজা মিত্র
নিজেই নিজের চারপাশে
করেছ দুর্গ রচনা, বিরাট প্রাচীর,
উঁচু টিলার ওপর সেই দুর্গে
সূর্যের প্রথম কিরণ পড়ে,
প্রশস্ত দুর্গ প্রাঙ্গণে রাখা আছে
কামান, অস্ত্র শস্ত্র, গোলা বারুদ,
রয়েছে সেপাই, সান্ত্রী, মন্ত্রী, পারিষদরাও,
হুকুম তামিল করতে এদিকে ওদিকে
ছড়িয়ে ছিটিয়ে দাসানুদাস,
রাধার মন উদাস,
কাতর কাজল চোখ
কৃষ্ণের প্রতীক্ষায়।