কবিতাঃ ফেরার প্রতীক্ষায়- গোবিন্দ মোদক

না হয় পিছুটানেই ফিরো একবার!
মায়া মমতা না থাকুক
স্মৃতিমেদুরতাও না থাকুক
তবু জীবনের লাইনটানা খাতার
প্রথম উচ্চারণগুলো একবার ফিরে দেখতে
না হয় ফিরেই এসো একবার!

— এই দেখো! ফের বলে মিডলক্লাস সেন্টিমেন্ট!

— আচ্ছা মেনেই নিলাম তোমার অভিযোগ।
তবুও কাশেমআলীর বউ
যাকে তুমি রাঙাদাদী বলতে,
কিংবা গাজনতলার শিবমন্দির
যেখানে থেকে বটের ঝুড়িতে দোল খেয়ে
প্রবল আনন্দে লাফিয়ে পড়া যেত বিলের জলে,
কিংবা সত্যপীরের থান যেখানে হরির-লুঠ দিলে
গাঁয়ের সব বাচ্চা বুড়ো ভিড় করতো …
তার টানেই না হয় একবার …

— আচ্ছা বাবা! বকবক থামাচ্ছি!
চিঠি লেখা তো কবেই উঠে গেছে।
এখন ফোন করাও ছেড়েছো।
আমি ফোন করলে তাকেও বকবক আখ্যা দাও।
তবে নিজেকে একবার অন্ততঃ
নিজের আয়নায় দেখতে একবার এসো!
তোমার মণিদীপা তো কবেই …

— কি! চোখ কড়কড় করছে?
নামটা শুনতেই বুকের ভেতরটা
কেমন করে উঠলো বুঝি!
নাঃ! করছে না! ঠিক আছে! তাহলে শোনো!
তোমার মণিদীপা বুড়ি হয়ে গেলেও
আজও তোমার প্রতীক্ষায় দিন গোনে …

One thought on “কবিতাঃ ফেরার প্রতীক্ষায়- গোবিন্দ মোদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *