কিছু মানুষ এমনই
সোমা মুখোপাধ্যায়
সাম্যর বাড়ি থেকে একটা মৃত্যুর আভাস পাওয়া গেছে
না….কোনও মানুষ নয় ,
মনের দুমড়ে মুচরে যাওয়া আর
তার সেই ভাঙাচোরা অংশ……..
সময় আর পরিস্থিতি কখনও মানুষকে বাধ্য করে
চুপ হয়ে যেতে…
কখনও কখনও গভীরে
ভাবতে শেখায়—-
কোনও এক অজ্ঞাত কারণে
নিঃসঙ্গতাকে পুঁজি করে বেঁচে
থাকতে থাকতে নীরব হয় মন
আর তার ঐ দুমড়ানো মুচরানো
নীরবতার ভাষা বোঝার ক্ষমতা
ক’জনেরই বা থাকে…..
সাম্য তবু নীরব
কয়েকটা খড়কুটো চিঠি আর
ভালোবাসা হারিয়ে
ইচ্ছেগুলোকে আকাশে উড়িয়ে দিয়ে মনটাকে ভেঙে ফেলে নিমেষে
চারদিকে গেল গেল রব…….
জানালার এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে সাম্য
হারিয়ে গেছে চোখের ভাষা
ঘরের মেঝেতে টুকরো স্বপ্নের জাল …….
সব মুহুর্ত একরকম থাকে না
মুহুর্ত বদলায়
বদলায় অভিমানের রঙ
না থেকেও কেউ কখনও থেকে যায় অভিমানে আর অপেক্ষায়
কখনও তার প্রিয় কবিতায়
কখনও বিষণ্ণ গানের কথায়
কখনও রাতের আকাশে
কখনও মাঝরাতে অবাধ্য
চোখের জলে…….।।
Show quoted text