অন্তিম
শুভ্রকান্তি মজুমদার
সব কথা বলা হয়ে গেছে বলে,
অরণ্যের মধ্যে দিয়ে একটা মেঠো পথ
নির্জন,আমি হাঁটছি একাকী।
একটা অরণ্য আর একটা নদী,সাহু
তার নাম,পাশাপাশি এদের অবস্থান।
লাবডুব লাবডুব! বুকের ভিতর
ঘড়িটা এখনো চলছে।
ঘড়িতে সময়,আর নদীতে স্রোত বয়ে চলছে।
উভয়ই চলমান,শুধু অরণ্য স্থির।
এরকম জায়গায় নির্জন আমি হেঁটে চলেছি,
গন্তব্য চির-আকাঙ্খিত মহাপ্রস্থান।
হাঁটতে হাঁটতে একদিন ঘড়িটার কাঁটা হবে স্থির,
লাবডুব লাবডুব যাবে থেমে।
তখনও অরণ্য স্থির,সাহু নদীও বহমান
আমি শুধু ভস্ম হয়ে ভেসে যাব
প্রিয় সাহু নদীর জলে।