জনগণ
রবীন বসু
কোথাও পুড়ছে কিছু
কোথাও দগ্ধতাপে জ্বলে যাচ্ছে হাড়
মাংসগুলো গলে যাচ্ছে
চামড়া পুড়ে কালো
উলঙ্গ নারী শরীর নিয়ে
মত্ত হয়ে ছুটে যাচ্ছে পুরুষ
তোমার কোনও লজ্জা নেই
দায় নেই, হে শাসকপ্রভু
দেশ ও গণতন্ত্র এখন পরগাছা
সংখ্যাধিক্য বিক্রমে তুমি বলিয়ান…
তবু লজ্জা আনো, সত্য দেখো
নাহলে, পাতালের অন্ধকারে একদিন
নির্বাসন দেবে এই জনগণ…