হৃদয়ের রূপকথা
কাজল রায়
সারা জীবন বুকের মধ্যে একটা নদী পুষে রেখেছি
দুই হাতের বৈঠা দিয়ে পার করেছি অসংখ্য অভিযাত্রী
পার হয়ে তারা কেউ আবিষ্কার করেছে প্রেয়সীর গোপন ঠিকানা
কলম্বাসের মতন কেউ এগিয়ে গেছে অন্য দেশে
শান্ত নদীটি নিরীহ থাকে না সবসময়
ঝড়ের পক্ষালন দেখতে দেখতে এগিয়ে গিয়েছি সামনে তার, কেউ তার খবর রাখেনি
বুকের পিঞ্জরে সেই নদী ঢেউ তোলে আজও বর্ষার দিনে
রোদ ও বৃষ্টির ভিতর আগলে রেখেছি সেই সব দিন, অনুষ্টুপ হৃদয়ের রূপকথা