কোনও নাবিকের জন্য
অনুপ মণ্ডল
বিমুগ্ধ করণীর ওপর উপুড় হয়ে আছো তুমি ও তোমার
বিশাল মাপের নৌকো
এ পথ দিয়ে একদিন তুমি হেঁটে এসেছিলে
গাঢ় হয়ে আছে কান্নার জল
সামুদ্রিক পাখিরা দুঃখ এড়িয়ে চলে প্রতিদিন
স্যান্ডহেডে আটকে থাকা বহুদিনের হারিয়ে যাওয়া
পালতোলা জাহাজ
হঠাৎই মাস্তুল খাড়া করতেই
যারা পরিযায়ী তারা সচকিত হয়
প্রসাধন সেরে প্রাচীনকালের নক্ষত্ররা
সমুদ্রের ওপর ফিরে ফিরে আসে
সারারাত জেগে থাকে ওরা
সম্বল হারিয়ে বন্দরের সর্বশেষ জুয়াড়ি
ধার করে কুকুরকে রুটি খাওয়ায়, গ্রামোফোন শোনে
হাঁটতে হাঁটতে শহরের দ্বারপ্রান্তে পৌঁছে
নগর সভ্যতার বিবৃতিহীন মানুষের মতো অন্ধ হয়ে যায়