সুরতরঙ্গ
অনন্যা রায় মুখার্জি
বিরহ লিখতে লিখতে ছড়িয়ে ফেলেছি বর্ণমালা
মেঘ আঁকতে আঁকতে ধুয়ে গেছে বৃষ্টিদাগ
পথের রেশ মাপার আগেই বাঁক বলে দেয় সীমার আত্মকথন।
তবু, জন্ম শেষের সুর জড়িয়ে রাখে
একদিন স্বরলিপি লিখতে শিখে নেব
সেদিন দেখা হবে ঠিক কলকাকলির আলোতে…


ভাল লাগল।