ক্লান্তি
অনিন্দ্য গোস্বামী
একটা ক্লান্তি এসেছিলো। ভেবেছিলে
সে চলে যাবে তার মেয়াদের শেষে।
আজ সমস্ত দিনের পর মেনে নিলে
সে আজ ধ্রুবের মতো চিরায়ত হবে।
তোমার শিথিল শরীর, আর শূন্য দৃষ্টি,
কিছুই কি ঢেউ হয়ে ক্লান্তিকে এসে
বলেনি গোধূলিতে, এইবার এসো?
তোমার শান্ত হৃদয় কি তেমন কঠোর নয়,
জানাতে পারে যে ক্লান্তির অন্যায্যতা?
এতো প্রগাঢ় বিশ্রামে ও কি তৃপ্ত নয় সে
যে বলতে পারে, এইবার আমি আসি?
মন ছুঁয়ে গেল। চমৎকার !!!